Ajker Patrika

মেলান্দহে নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২: ২৫
মেলান্দহে নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল জেলের

জামালপুরের মেলান্দহে মাদারদহ নদীতে মাছ ধরতে গিয়ে আলাল উদ্দিন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার নাংলা ইউনিয়নের চারাইলদার গ্রামে মাদারদহ নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে চারাইলদার গ্রামের অসিম উদ্দিনের ছেলে। 

নিহত আলাল উদ্দিনের সঙ্গে মাছ ধরতে যাওয়া সাইফুল ইসলাম (৪০) নামে আর এক জেলেকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আলাল উদ্দিন ও সাইফুল ইসলাম নদীতে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে নদীতে জাল ফেললে সেটি আটকে যায়। জাল ছাড়াতে পানিতে ডুব দেন আলাল উদ্দিন। পড়ে পানি থেকে না উঠলে নুরুল ইসলামের ডাক-চিৎকারে লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা নদীতে তিন ঘণ্টা খোঁজাখুঁজির করে আলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সাইফুল জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, নদীতে মাছ ধরতে গিয়ে আলাল নামে এক জেলের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় সাইফুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত