Ajker Patrika

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২৬
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজারসংলগ্ন কনজ্যুমার নিটেক্স কারখানার সামনে এবং ভালুকার কাচিনা বাজার সড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মইনুদ্দিন মিলিটারির ছেলে রাকিব আল হাসান (২৫) এবং উপজেলার কাচিনা গ্রামের মো. কেরামত আলী (৬৫)। 

ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, ভালুকা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বাসা থেকে রাকিব আল হাসান মোটরসাইকেলে হাজির বাজার যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে রাকিবের সংঘর্ষ হয়। এতে রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

অপর দিকে, একই দিন রাতে ১০টার দিকে উপজেলার কাচিনা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচাপায় বৃদ্ধ কেরামত আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ এ দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত