প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার ভোর রাতে মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় আজ সোমবার বিকেলে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫১১) করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওই তিন শিশু দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মাদ্রাসাটির অবস্থান গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়ের বাংলা বাজার এলাকায়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান বলেন, 'মাদ্রাসা আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদ্রাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই দ্বিতীয় শ্রেণির ওই তিন ছাত্রীও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে থানায় জিডি করেছি।'
গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ও ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'তিন ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।'
নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম বলেন, 'মীম আক্তার এক বছর ধরে এই মাদ্রাসায় পড়ে। ১৫ দিন আগে মীমকে মাদ্রাসায় রেখে আসি। রোববার দুপুরে মাদ্রাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন। আজ থানায় জিডি করা হয়েছে।'
নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, '৯ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে এসেছি। কাল থেকে এখন পর্যন্ত মেয়ের সন্ধান পাইনি।'
নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান বলেন, '১৫ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে আসি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মিলছে না।'
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান জানান, 'নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ শিশু ছাত্রীদের খোঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।'
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার ভোর রাতে মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় আজ সোমবার বিকেলে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫১১) করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওই তিন শিশু দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মাদ্রাসাটির অবস্থান গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়ের বাংলা বাজার এলাকায়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান বলেন, 'মাদ্রাসা আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদ্রাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই দ্বিতীয় শ্রেণির ওই তিন ছাত্রীও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে থানায় জিডি করেছি।'
গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ও ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'তিন ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।'
নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম বলেন, 'মীম আক্তার এক বছর ধরে এই মাদ্রাসায় পড়ে। ১৫ দিন আগে মীমকে মাদ্রাসায় রেখে আসি। রোববার দুপুরে মাদ্রাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন। আজ থানায় জিডি করা হয়েছে।'
নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, '৯ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে এসেছি। কাল থেকে এখন পর্যন্ত মেয়ের সন্ধান পাইনি।'
নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান বলেন, '১৫ দিন আগে মেয়েকে মাদ্রাসায় রেখে আসি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মিলছে না।'
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান জানান, 'নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ শিশু ছাত্রীদের খোঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।'
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে