Ajker Patrika

নান্দাইলে ভাগনের কাঠের টুকরোর আঘাতে মামার মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে ভাগনের কাঠের টুকরোর আঘাতে মামার মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর দিগলাপড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মাজিম উদ্দিনের সঙ্গে ভাগনে আবদুর রাশিদ, আল-আমিন, কাদির মিয়ার কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ভাগনের কাঠের টুকরোর আঘাতে মাজিম উদ্দিন গুরুতর আহত হন। 

স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। মমেকে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে আবদুর রাশিদ, আল-আমিন, কাদির মিয়া পালিয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘মামা–ভাগনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে মারামারি হয়েছিল। পরে হাসপাতালে নেওয়ার সময় মামা মারা গেছেন বলে শুনেছি। লোকটি অনেক ভালো মানুষ ছিল।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘কিছুক্ষণ পূর্বেই খুনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত