Ajker Patrika

মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় চায় না: জাপা নেতা আল মাহমুদ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় চায় না: জাপা নেতা আল মাহমুদ

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, লুটপাটের উন্নয়ন করায় মানুষ আওয়ামী লীগকে এখন আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। উন্নয়নের নামে মহাদুর্নীতি হওয়ায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের কাছ থেকে এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। 

আজ শুক্রবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা আল মাহমুদ বলেন, উন্নয়ন কাকে বলে, তা মানুষের বুঝতে বাকি নেই। বর্তমানে উন্নয়নের নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সে কারণেই আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিকল্প নেই। 

জাপা নেতা বলেন, ইসলামপুর উপজেলায় হাজার হাজার বেকার যুবক কর্মসংস্থান না পেয়ে বেকারত্বের অভিশপ্ত জীবনযাপন করছে। তারা উন্নয়নের নামে দুর্নীতি কায়েম করেছে। তাদের লুটপাটের ফিরিস্তি মানুষ কখনো ভুলবে না। 

ইসলামপুর পৌর জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মিসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, সহসভাপতি ফেরদৌসুর রহমান সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত