Ajker Patrika

'আমি স্বপ্নেও ভাবি নাই এমপি সাব আমার ধান কাইট্টা দিবো'

প্রতিনিধি
'আমি স্বপ্নেও ভাবি নাই এমপি সাব আমার ধান কাইট্টা দিবো'

হালুয়াঘাট, ময়মনসিংহ: আমি স্বপ্নেও ভাবি নাই এমপি সাব আমার ধান কাইট্টা দিবো। ওনি যে আমার এইনে আইসা ধান কাইট্টা দিলো এইডা আমার বড় আনন্দের। আল্লাহ ওনাকে ভালো রাখুক।

এমনটা বলছিলেন ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের খন্দকপাড়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুল করিম (৫০)।

শ্রমিক সংকটের কারণে ৪৩ শতাংশ জমির পাকা ধান কাটতে পারছিলেন তিনি। তাঁর এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আজ রবিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এর নেতৃত্বে তাঁর ধান কেটে দেয় সংগঠনের নেতাকর্মীরা।

ধানকাটা শেষে সাংবাদিকদের সাংসদ জুয়েল আরেং বলেন, জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব রাজনীতির অংশ অসহায় মানুষদের পাশে থাকা। প্রধানমন্ত্রীর নির্দেশেই যুবলীগ প্রান্তিক কৃষকদের ধান কেটে দিচ্ছে।

জুয়েল আরেং আরও বলেন, মনে রাখবেন কৃষি নির্ভর এই বাংলাদেশের মানুষের প্রধান আয়ের পথ এই কৃষি কাজ। ফসল উৎপাদনে সরকার সার বীজ কীটনাশকসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। গরিব অসহায় কৃষকদের ভর্তুকির মাধ্যমে নানা প্রকার সহযোগিতা করছে সরকার। আপনারাও গরিব কৃষকদের পাশে দাঁড়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত