মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে দুই পদে প্রায় সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি এই কমিটি। এ ছাড়া অনুমোদন হয়নি নতুন কমিটির। এ নিয়ে অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাঁদের অভিযোগ, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতি এবং সাবেক ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের তালবাহানায় পিছিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কমিটি হওয়ার পর থেকেই বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সারা বছরেই পড়ে থাকেন ঢাকায়। বছরে এক দিনও দেখা মেলে না তাঁর। যে কারণে দীর্ঘ সময় পরও বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হয়নি। তাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ছয় বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। দুই পদের ওই কমিটির সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি বর্তমান কমিটি, কিংবা অনুমোদন হয়নি নতুন কমিটির।
ছাত্রলীগ নেতারা আরও বলেন, অচিরেই নতুন কমিটির অনুমোদন না হলে ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার মতো এবং রাজপথে সক্রিয় অনেক নেতাকর্মীর বয়স থাকবে না। তাই ত্যাগী ছাত্রলীগ কর্মীরা যেন বঞ্চিত না হন, সেই দিকে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান বলেন, ‘আমরা চাই দীর্ঘদিনের প্রত্যাশিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাজপথে শ্রম-ঘাম ঝরানো সাংগঠনিক ও পরীক্ষিত কর্মীরা যেন যোগ্য স্থান পায়।’ এ ছাড়া কোনো বিবাহিত কিংবা মাদকসেবী যেন কমিটিতে স্থান না পায়— এ বিষয়ে জেলা নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা করেন সিজান।
সিনিয়র ছাত্রলীগ নেতা রানা আহমেদ বলেন, ‘বর্তমান জেলা ছাত্রলীগের নেতারা অত্যন্ত সুসংগঠক। আশা করছি, তাদের সুচিন্তা এবং দিকনির্দেশনায় নতুন কমিটির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ফের সুসংগঠিত হবে।’
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন আকন্দ বলেন, দীর্ঘ সময় পরও উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় এবং নতুন করে কমিটি না হওয়ায় অন্যান্য উপজেলার তুলনায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কার্যক্রমে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান তিনি। আল আমিন আরও বলেন, নতুন কমিটি এবং নতুন নেতৃত্ব পেলেই উপজেলার সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হবেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে আমি চাই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত হোক।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে দুই পদে প্রায় সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি এই কমিটি। এ ছাড়া অনুমোদন হয়নি নতুন কমিটির। এ নিয়ে অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাঁদের অভিযোগ, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতি এবং সাবেক ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের তালবাহানায় পিছিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কমিটি হওয়ার পর থেকেই বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সারা বছরেই পড়ে থাকেন ঢাকায়। বছরে এক দিনও দেখা মেলে না তাঁর। যে কারণে দীর্ঘ সময় পরও বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হয়নি। তাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ছয় বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। দুই পদের ওই কমিটির সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি বর্তমান কমিটি, কিংবা অনুমোদন হয়নি নতুন কমিটির।
ছাত্রলীগ নেতারা আরও বলেন, অচিরেই নতুন কমিটির অনুমোদন না হলে ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার মতো এবং রাজপথে সক্রিয় অনেক নেতাকর্মীর বয়স থাকবে না। তাই ত্যাগী ছাত্রলীগ কর্মীরা যেন বঞ্চিত না হন, সেই দিকে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান বলেন, ‘আমরা চাই দীর্ঘদিনের প্রত্যাশিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাজপথে শ্রম-ঘাম ঝরানো সাংগঠনিক ও পরীক্ষিত কর্মীরা যেন যোগ্য স্থান পায়।’ এ ছাড়া কোনো বিবাহিত কিংবা মাদকসেবী যেন কমিটিতে স্থান না পায়— এ বিষয়ে জেলা নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা করেন সিজান।
সিনিয়র ছাত্রলীগ নেতা রানা আহমেদ বলেন, ‘বর্তমান জেলা ছাত্রলীগের নেতারা অত্যন্ত সুসংগঠক। আশা করছি, তাদের সুচিন্তা এবং দিকনির্দেশনায় নতুন কমিটির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ফের সুসংগঠিত হবে।’
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন আকন্দ বলেন, দীর্ঘ সময় পরও উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় এবং নতুন করে কমিটি না হওয়ায় অন্যান্য উপজেলার তুলনায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কার্যক্রমে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান তিনি। আল আমিন আরও বলেন, নতুন কমিটি এবং নতুন নেতৃত্ব পেলেই উপজেলার সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হবেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে আমি চাই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত হোক।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে