শেরপুর প্রতিনিধি
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে