Ajker Patrika

ভাঙচুরের মামলায় নেত্রকোনা আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
গাজী টুকু–সাদেকুর রহমান। ছবি: সংগৃহীত
গাজী টুকু–সাদেকুর রহমান। ছবি: সংগৃহীত

ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নেত্রকোনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী মোজাম্মেল হোসেন টুকু গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। গত সোমবার দিবাগত রাতে শহরের বাসায় ফেরেন তিনি। খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অন্তত আধা ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ‘জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গাজী টুকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।’

অপরদিকে একই দিন দিবাগত রাতে খালিয়াজুরী উপজেলার বোয়ালী এলাকা থেকে সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত