Ajker Patrika

এমপি হোসনে আরাকে লাঞ্ছনার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ, মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
এমপি হোসনে আরাকে লাঞ্ছনার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ, মানববন্ধন

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুরে হোসনে আরার অনুসারীরা এই কর্মসূচি পালন করেন।

ইসলামপুর পৌর শহরের রেলগেট এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।

ইসলামপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিনারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আকলিমা বেগম, হাবিবা খাতুন, বানেছা বেগম, নাজমা আক্তার প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, এমপি হোসনে আরার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটা বাস্তবিক পক্ষেই দলের জন্য ক্ষতিকর। একজন নারী এমপিকে জনসম্মুখে লাঞ্ছিত করা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ নয়। এ ঘটনায় তাঁরা লজ্জিত। এমপিকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম জাফর ইকবাল জাফু উপস্থিত নারীদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিচারের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উপস্থিতিতে এমপি হোসনে আরাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ তোলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত