মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় স্কুলছাত্রী সোমা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৃতের পরিবার। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সমানে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মৃত সোমা আক্তারের বাবা জুলফিকার আলী বলেন, আমার মেয়ের সঙ্গে আসামি ইয়াছিনের সম্পর্ক ছিল। সোমাকে ধর্ষণ করেছে ইয়াছিন। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ইয়াসিনের পরিবার ফিরিয়ে দেয়। এরপরেই আমার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। ঘটনার পরেই মেলান্দহ থানায় মামলা দায়ের করি। আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। তাঁরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে ও আমাদের হুমকি দিচ্ছে।
মৃতের মামা রবিজল বলেন, ‘সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন কালুর ছেলে ইয়াছিনের জন্য আমার ভাগনি আত্মহত্যা করেছে। মামলা করা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না। দ্রুত ইয়াসিনকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি করছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৪ মে দিবাগত রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা বৈঠাখালি এলাকার নিজ বাড়িতে সোমা আক্তারের বিষ পান করে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর সদর নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন রোববার সকাল ১০টার দিকে সোমার মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ। রাতে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মৃত সোমা আক্তার মেলান্দহ রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জামালপুরের মেলান্দহ উপজেলায় স্কুলছাত্রী সোমা আক্তারের আত্মহত্যার ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৃতের পরিবার। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের সমানে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মৃত সোমা আক্তারের বাবা জুলফিকার আলী বলেন, আমার মেয়ের সঙ্গে আসামি ইয়াছিনের সম্পর্ক ছিল। সোমাকে ধর্ষণ করেছে ইয়াছিন। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ইয়াসিনের পরিবার ফিরিয়ে দেয়। এরপরেই আমার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। ঘটনার পরেই মেলান্দহ থানায় মামলা দায়ের করি। আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। তাঁরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে ও আমাদের হুমকি দিচ্ছে।
মৃতের মামা রবিজল বলেন, ‘সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন কালুর ছেলে ইয়াছিনের জন্য আমার ভাগনি আত্মহত্যা করেছে। মামলা করা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না। দ্রুত ইয়াসিনকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি করছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৪ মে দিবাগত রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা বৈঠাখালি এলাকার নিজ বাড়িতে সোমা আক্তারের বিষ পান করে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর সদর নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন রোববার সকাল ১০টার দিকে সোমার মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ। রাতে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মৃত সোমা আক্তার মেলান্দহ রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১৯ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
৩৪ মিনিট আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে