Ajker Patrika

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি
গ্রেপ্তার জুয়েল মিয়া। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার জুয়েল মিয়া। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় চুরির ঘটনায় জুয়েল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুয়েল মিয়া মহানগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে।

আজ বুধবার ভোররাত ৪টায় জেলার তারাকান্দা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ এই চোরকে গ্রেপ্তার করে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের ফ্ল্যাটের দরজার তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

ওসি বলেন, ফ্ল্যাট বাসার দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ১৫টি শাড়ি নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খানসহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

এ সময় তাঁরা ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে। ডিবি ও থানা-পুলিশের ব্যাপক তৎপরতায় চুরি হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত