Ajker Patrika

৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এলাহান ওরফে এনামুল হক ওরফে মো. জুয়েলকে (৬৫) আটক করেছে র‍্যাব-১৪। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার খিলগাঁও তিলপাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামালপুর র‍্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবদুল হাই চৌধুরী প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৯৮৮ সালে আসামি এলাহান ওরফে এনামুল হক ওরফে মো. জুয়েলসহ কয়েকজন মিলে জামালপুর সদর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের আত্মীয় সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় আদালত ১৯৯০ সালের নভেম্বর মাসে জুয়েলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

১৯৮৮ সালের ওই হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন আত্মগোপনে থাকেন। ভুয়া পরিচয়পত্র দিয়ে জুয়েল দেশের বিভিন্ন স্থানে চাকরি, শ্রমিক এবং দিনমজুরের কাজ করেছেন। পরে র‍্যাব সদস্যরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে তাঁকে আটক করেছে। পরে তাঁকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত