ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মিছিল শেষে নবরাজ (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর টাউন হল মোড়ে এই ঘটনা ঘটে।
আহত নবরাজ মহানগরীর অমৃতবাবু রোডের মৃত গোবিন্দ রায়ের ছেলে। তিনি মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাতের কর্মী।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক তাফসির আলম রাহাত বলেন, ‘সভা চলাকালীন সময় দুই পক্ষের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আমি নিজে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেই। পরে আমরা মিছিল নিয়ে নতুন বাজারের দিকে চলে আসি। কিন্তু নবরাজ ওই খানে একাই ছিল। তাঁকে একা পেয়ে মহানগরের আহব্বায়ক নওশেল আহমেদ অনির ছেলেরা মারধর ও ছুরিকাঘাত করে। নবরাজের শরীরের বিভিন্ন স্থানে ১১টি সেলাই লেগেছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পেয়েছি, তাঁদের চিহ্নিত করে নাম ঠিকানা সবই বলা হবে।’
এ নিয়ে নওশেল আহমেদ অনি বলেন, সভা চলার সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় নবরাজ চাইনিজ কুড়াল দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের এক নেতাকে কোপ দেয়। এই ঘটনার জেরেই নবরাজকে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের ছেলেরা মারধর করেছে। এখানে আমার কোনো নেতা-কর্মী ছিল না। এ সময় নবরাজের কাছ থেকে চাইনিজ কুড়াল পুলিশ জব্দ করেছে।’
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘আলোচনা সভা শেষে টাউন হল এলাকায় প্রতিপক্ষরা নবরাজকে ছুরিকাঘাত করে। পরে নবরাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় এখন আমরা ব্যস্ত।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, একজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ কাজ করছে।
ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মিছিল শেষে নবরাজ (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর টাউন হল মোড়ে এই ঘটনা ঘটে।
আহত নবরাজ মহানগরীর অমৃতবাবু রোডের মৃত গোবিন্দ রায়ের ছেলে। তিনি মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাতের কর্মী।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক তাফসির আলম রাহাত বলেন, ‘সভা চলাকালীন সময় দুই পক্ষের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আমি নিজে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেই। পরে আমরা মিছিল নিয়ে নতুন বাজারের দিকে চলে আসি। কিন্তু নবরাজ ওই খানে একাই ছিল। তাঁকে একা পেয়ে মহানগরের আহব্বায়ক নওশেল আহমেদ অনির ছেলেরা মারধর ও ছুরিকাঘাত করে। নবরাজের শরীরের বিভিন্ন স্থানে ১১টি সেলাই লেগেছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পেয়েছি, তাঁদের চিহ্নিত করে নাম ঠিকানা সবই বলা হবে।’
এ নিয়ে নওশেল আহমেদ অনি বলেন, সভা চলার সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় নবরাজ চাইনিজ কুড়াল দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের এক নেতাকে কোপ দেয়। এই ঘটনার জেরেই নবরাজকে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের ছেলেরা মারধর করেছে। এখানে আমার কোনো নেতা-কর্মী ছিল না। এ সময় নবরাজের কাছ থেকে চাইনিজ কুড়াল পুলিশ জব্দ করেছে।’
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘আলোচনা সভা শেষে টাউন হল এলাকায় প্রতিপক্ষরা নবরাজকে ছুরিকাঘাত করে। পরে নবরাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় এখন আমরা ব্যস্ত।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, একজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ কাজ করছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গত রোববার (১৭ আগস্ট) থেকে চলমান আমরণ অনশন করা বাকি শিক্ষার্থীরাও ডাবের পানি খেয়ে অনশন ভেঙেছেন।
২০ মিনিট আগেলালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৭ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৮ ঘণ্টা আগেঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৮ ঘণ্টা আগে