Ajker Patrika

ময়মনসিংহে বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২০: ৫২
ময়মনসিংহে বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী গ্রেপ্তার 

ময়মনসিংহে অভিযানে বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে কোতোয়ালি থানায় ১৬, ত্রিশালে নয়, মুক্তাগাছায় চার, নান্দাইলে চার, ঈশ্বরগঞ্জে তিন, ভালুকায় তিন, ধোবাউড়ায় তিন, ফুলপুরে দুই, গফরগাঁও, গৌরীপুর ও ফুলবাড়িয়ায় একজন করে গ্রেপ্তার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শিবিরের পাঁচ নেতা-কর্মী ঘোরাঘুরি করছিলেন। তাঁদের কাঁধে ব্যাগ ঝোলানো দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাঁদের থামতে বললে বেপরোয়া মোটরসাইকেল রাইড করতে থাকে। পরে তাঁদের পিছু নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি পেট্রলবোমা ও দেশলাই উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ‘অবরোধকারীরা মিছিল থেকে ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় বিআরটিসির একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন ও শ্রমিক দলের নেতা মাহাবুবুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বুধবার আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত