Ajker Patrika

জমি নিয়ে বিরোধে সৎমাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮: ১৫
জমি নিয়ে বিরোধে সৎমাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে সৎছেলেসহ তাঁর লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

নিহত মজিয়া খাতুন (৬০) ওই গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী। 

আটক তিনজন হলেন মোস্তফা (৩০), দানেস আলী (২৫) ও কামরুল (২১)। 

স্থানীয় সূত্রে জানা যায়, মজিয়া খাতুনের তাঁর সতিনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

মজিয়া খাতুনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমার মা নানার কাছ থেকে ৩২ শতাংশ জমি দানে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আমার সৎভাই আলাল উদ্দিন ও রফিল উদ্দিন তাঁদের লোকজন নিয়ে মায়ের ওই জমিতে ঘর ওঠায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের বাকি কাজে বাধা দেয় মা মজিয়া খাতুন। এ সময় আলাল উদ্দিন, রফিল উদ্দিনসহ তাদের লোকজন আমার মায়ের ওপর হামলা করে। একপর্যায়ে মাকে গলাটিপে ধরে তারা। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’ 

ইসলামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা বলেন, ‘মজিয়া খাতুন নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে এনেছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।’ 

ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন ও রফিল উদ্দিন আত্মগোপনে চলে যাওয়ায় তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত