ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে সৎছেলেসহ তাঁর লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজিয়া খাতুন (৬০) ওই গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী।
আটক তিনজন হলেন মোস্তফা (৩০), দানেস আলী (২৫) ও কামরুল (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিয়া খাতুনের তাঁর সতিনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মজিয়া খাতুনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমার মা নানার কাছ থেকে ৩২ শতাংশ জমি দানে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আমার সৎভাই আলাল উদ্দিন ও রফিল উদ্দিন তাঁদের লোকজন নিয়ে মায়ের ওই জমিতে ঘর ওঠায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের বাকি কাজে বাধা দেয় মা মজিয়া খাতুন। এ সময় আলাল উদ্দিন, রফিল উদ্দিনসহ তাদের লোকজন আমার মায়ের ওপর হামলা করে। একপর্যায়ে মাকে গলাটিপে ধরে তারা। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’
ইসলামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা বলেন, ‘মজিয়া খাতুন নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে এনেছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন ও রফিল উদ্দিন আত্মগোপনে চলে যাওয়ায় তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে সৎছেলেসহ তাঁর লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজিয়া খাতুন (৬০) ওই গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী।
আটক তিনজন হলেন মোস্তফা (৩০), দানেস আলী (২৫) ও কামরুল (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিয়া খাতুনের তাঁর সতিনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মজিয়া খাতুনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমার মা নানার কাছ থেকে ৩২ শতাংশ জমি দানে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আমার সৎভাই আলাল উদ্দিন ও রফিল উদ্দিন তাঁদের লোকজন নিয়ে মায়ের ওই জমিতে ঘর ওঠায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের বাকি কাজে বাধা দেয় মা মজিয়া খাতুন। এ সময় আলাল উদ্দিন, রফিল উদ্দিনসহ তাদের লোকজন আমার মায়ের ওপর হামলা করে। একপর্যায়ে মাকে গলাটিপে ধরে তারা। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’
ইসলামপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেঁজুতি শারমিন সারা বলেন, ‘মজিয়া খাতুন নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে এনেছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন ও রফিল উদ্দিন আত্মগোপনে চলে যাওয়ায় তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
৫ মিনিট আগেবরিশাল সিটি করপোরেশনের মেয়র হতে চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ রায় ঘোষণা করেন। ২০২৩ সালের ১২ জুন সিটি নির্বাচন হয়।
১০ মিনিট আগেগাইবান্ধায় জামিনে মুক্তির পর আওয়ামী লীগের এক নেতাকে জেলা কারাগারের ফটকের সামনে থেকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরীপাড়ার (বিহারি পট্টি) মতিন মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেসুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রয়েছে। আজ আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত চলে। আর হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
৩১ মিনিট আগে