জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মেহেদী হাসান আপন নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় নিজ ঘরে লাশটি মেলে। এ সময় সেখান থেকে দুই পৃষ্ঠার চিঠি পাওয়া গেছে।
আপন বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আপনের ছোট বোন আছিয়া জানায়, তাদের বাবা ইটভাটায় আর মা সুতার মিলে কাজ করে সংসার চালান। আছিয়া বলে, ‘আপন রাতে ভাত খেয়ে আমাকে দাদির কাছে পাঠিয়ে দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মা বাড়িতে এসে আপনকে ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে দেখে, আপন গলায় ফাঁস দিয়েছে। ওর কাছেই চিঠিটি ছিল।’ এলাকাবাসী সরিষাবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আপনের চিঠিতে নিজেকে খারাপ সন্তান হিসেবে উল্লেখ করে বাবা-মায়ের কাছে মাফ চাওয়ার কথা বলা হয়েছে।
এতে লেখা ছিল, ‘আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিয়েন। আর মা তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমাকে অনেক বুঝাতে কিন্তু ভালো হতে পারলাম না। আর দাদার কথা কি বলব, সে তো আমার জন্য নিজের সম্মানটুকুও হারিয়েছে।’ চিঠিতে বন্ধুদের তার কবরে মাটি দিতে আসার কথাও বলা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মেহেদী হাসান আপন নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় নিজ ঘরে লাশটি মেলে। এ সময় সেখান থেকে দুই পৃষ্ঠার চিঠি পাওয়া গেছে।
আপন বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আপনের ছোট বোন আছিয়া জানায়, তাদের বাবা ইটভাটায় আর মা সুতার মিলে কাজ করে সংসার চালান। আছিয়া বলে, ‘আপন রাতে ভাত খেয়ে আমাকে দাদির কাছে পাঠিয়ে দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মা বাড়িতে এসে আপনকে ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে দেখে, আপন গলায় ফাঁস দিয়েছে। ওর কাছেই চিঠিটি ছিল।’ এলাকাবাসী সরিষাবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আপনের চিঠিতে নিজেকে খারাপ সন্তান হিসেবে উল্লেখ করে বাবা-মায়ের কাছে মাফ চাওয়ার কথা বলা হয়েছে।
এতে লেখা ছিল, ‘আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিয়েন। আর মা তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমাকে অনেক বুঝাতে কিন্তু ভালো হতে পারলাম না। আর দাদার কথা কি বলব, সে তো আমার জন্য নিজের সম্মানটুকুও হারিয়েছে।’ চিঠিতে বন্ধুদের তার কবরে মাটি দিতে আসার কথাও বলা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পার হলেও কর্মহীন হয়ে পড়া জেলেরা সরকারি বরাদ্দের চাল হাতে পাননি। এতে অধিকাংশ জেলে পরিবারে চলছে অভাব-অনটন। এমন চিত্র দেখা গেছে কক্সবাজার ও নোয়াখাল
২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে পৃথক এই দুই হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬) রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেপাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। এ সময় অবিলম্বে দোষী বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের
২ ঘণ্টা আগে