Ajker Patrika

ধর্ম প্রতিমন্ত্রীকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন: মন্তব্য জাপা নেতার 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ধর্ম প্রতিমন্ত্রীকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন: মন্তব্য জাপা নেতার 

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। তিনি বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে ব্যর্থ হয়েছেন ফরিদুল হক খান দুলাল। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে জাতীয় পার্টির আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরের গুঠাইল বাজারে গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ। 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালকে উদ্দেশ্য করে মোস্তফা আল মাহমুদ বলেন, ‘তিনি এলাকায় আসলে জনগণ তাঁর সঙ্গে থাকেন না। এখানে তাঁর কোনো ভোট নেই। এ আসন গতবারের মতো তাঁকে আর ছেড়ে দেওয়া হবে না। জাতীয় পার্টির পক্ষ থেকেই এই আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করা হবে। ভবিষ্যতে আমাদের বিজয় সুনিশ্চিত।’ 

তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আমাকে ইতিমধ্যে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে। গতবারের মতো আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে অতীতের মতোই দেশে উন্নয়নের প্লাবন সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সব উপজেলায় গড়ে তোলা হবে শিল্প কারখানা।’ 

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত