Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫: ২৭
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আঙ্গুরি বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার হাওয়াই রোডের চিরা মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা শহরের বাণীকুঞ্জ ব্যাপারীপাড়া এলাকার মৃত ছায়ের উদ্দিন প্রামাণিকের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, আঙ্গুরি বেগম বাড়ির পাশের হাওয়াই রোড পার হওয়ার সময় জোনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে অবস্থার অবনতি হলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, নিহতের স্বজনেরা অভিযোগ করবেন না বলে জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার আবেদন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত