Ajker Patrika

শেরপুর–দেওয়ানগঞ্জে সিনেমা হল পরিদর্শনে পূজা চেরি

দেওয়ানগঞ্জ (জামালপুর) ও শেরপুর প্রতিনিধি
শেরপুর–দেওয়ানগঞ্জে সিনেমা হল পরিদর্শনে পূজা চেরি

‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুর ও দেওয়ানগঞ্জ পরিদর্শন করেছেন নায়িকা পূজা চেরি। শুক্রবার এই দুই জেলায় হল পরিদর্শনে যা চিত্র নায়িকা পূজা চেরি। এ সময় গরমের মধ্যেও সিনেমা হলে এসে তাঁর অভিনীত সিনেমা ‘সাইকো’ দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান। পূজা চেরি দর্শক ও ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় নায়িকা পূজা চেরির সঙ্গে ছিলেন চিত্র নায়ক রোশান ও পরিচালক অনন্য মামুন। 

দেওয়ানগঞ্জ পৌর শহরের ভাই–ভাই সিনেমা হল পরিদর্শন শেষে পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেওয়ানগঞ্জে এসে আমি আনন্দিত। বাংলা সিনেমার এই কঠিন সময়ে দর্শক পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি এখানে এসে অনেক আনন্দিত হয়েছি। দর্শক এই তীব্র গরমে এত ভালোভাবে গ্রহণ করেছে সাইকো সিনেমাটিকে।’ 

এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুরে হলে বসে দর্শকদের সঙ্গে ছবি দেখেন নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। শুক্রবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে আসেন তাঁরা। এ সময় ছবির দর্শকদের সঙ্গে ভক্তদের আবদার মেটাতে ছবি তোলেন তাঁরা।  

রোশান বলেন, ‘একটা সময় হল ছাড়া সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না। এখন অ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশনসহ নানা মাধ্যমে দর্শক ছবি দেখতে পারছে। আগে ছবি হলেই দর্শক হলে হুমড়ি খেয়ে পড়তেন। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। দর্শক ভালো পরিবেশ ভালো গল্পের ছবি দেখতে চান। সাইকো সিনেমাটি দেশের সব ধরনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই বানানো হয়েছে। এর ফলাফলও বেশ ভালোই পাওয়া যাচ্ছে।’

নায়িকা পূজা চেরি বলেন, ‘মানুষের রুচিবোধে পরিবর্তন এসেছে। দর্শকেরা এখন ভালো কনটেন্ট দেখতে চান। যা সাইকোর মধ্যে তারা পাবেন। দর্শকদের কাছ থেকে শতভাগ ইতিবাচক সাড়া পেয়েছি। আমার আগের দুটি ছবির মতো এ ছবিটিও দর্শক গ্রহণ করায় আমি বেশ আনন্দিত।’

উল্লেখ্য, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ও নেপালে ছবিটির শুটিং করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত