Ajker Patrika

আইনজীবীকে ‘রড দিয়ে পেটালেন’ অতিরিক্ত ডিআইজি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৩, ২১: ৩৫
আইনজীবীকে ‘রড দিয়ে পেটালেন’ অতিরিক্ত ডিআইজি

একজন আইনজীবীকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছে আইনজীবী সমিতি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে জেলা আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ভুক্তভোগী আইনজীবী আশিকুর রহমান ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। 

তাঁর লিখিত বক্তব্যে বলা হয়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে নিজের ভাইয়ের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ করেন আশিকুর রহমান। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের কার্যালয়ে শুনানি হয়।

শুনানিতে অতিরিক্ত ডিআইজি আশিকের দিকে তাকিয়ে বলেন, ‘তুই বাঁকা হয়ে ঘাড় তেড়া করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়েছিস জানস? এই কথা বলেই কাছে গিয়ে চড়থাপ্পড় দিতে শুরু করেন।’ একপর্যায়ে আশিক নিজেকে আইনজীবী পরিচয় দিলে গালাগাল করে কনস্টেবলকে দিয়ে রড আনিয়ে হাতে ও পায়ে বেদম পেটান। 

পরে আশিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলেনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে সভায় আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরকে বরখাস্ত করতে হবে এবং পুলিশ প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনজীবী সমিতিকে জানাতে হবে।’ 

প্রবীণ আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী মো. কবির উদ্দিন ভূঁইয়া, আইনজীবী নজরুল ইসলাম চুন্নু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

এ অভিযোগের বিষয়ে জানতে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

তবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যে কাজ করেছেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত দায়। তবে, আমরা অবশ্যই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত