নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে এক শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে ওঠবস করানোসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আইরিন নাজনীনের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর উপজেলার বার্ত্তারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এই ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে শিক্ষার্থীর বাবা নির্যাতনের ঘটনায় মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের একটি শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থতার কারণে গত ১০ ও ১১ অক্টোবর বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। সুস্থ হয়ে ১২ অক্টোবর বিদ্যালয়ে যায়। ওই দিন পঞ্চম শ্রেণির সাধারণ বিজ্ঞান ক্লাস চলার সময়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন শ্রেণিকক্ষে প্রবেশ করেই ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে দুদিন অনুপস্থিত থাকার কারণ জানতে চান।
ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে জানায় সে দুদিন অসুস্থ ছিল। এই উত্তরে সন্তুষ্ট হননি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীর ওপর ক্ষিপ্ত হয়ে শাস্তি হিসেবে ৪০ বার কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। অন্যথায় তাকে ৪০টি বেত্রাঘাত করা হবে বলে জানান। প্রধান শিক্ষকের নির্দেশে বাধ্য হয়ে ৪০ বার কান ধরে ওঠবস করে সে। বাড়ি ফেরার পর সন্ধ্যায় কোমরে তীব্র ব্যথা শুরু হয় তার। পরিবারের লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘শিক্ষার্থীদেরকে ক্লাসে শারীরিক ও মানসিক নির্যাতন করা সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক আইরিন আমার ছেলেকে যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমি ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন বলেন, ‘ওই শিক্ষার্থীকে কান ধরে ওঠবস করানোর বিষয়টি আদৌ সত্য নয়। তবে সে ক্লাসের পড়া শিখে না আসায় আমি তাকে শাসিয়েছি মাত্র।’
অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মোহনগঞ্জে এক শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে ওঠবস করানোসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আইরিন নাজনীনের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর উপজেলার বার্ত্তারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এই ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে শিক্ষার্থীর বাবা নির্যাতনের ঘটনায় মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের একটি শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থতার কারণে গত ১০ ও ১১ অক্টোবর বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। সুস্থ হয়ে ১২ অক্টোবর বিদ্যালয়ে যায়। ওই দিন পঞ্চম শ্রেণির সাধারণ বিজ্ঞান ক্লাস চলার সময়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন শ্রেণিকক্ষে প্রবেশ করেই ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে দুদিন অনুপস্থিত থাকার কারণ জানতে চান।
ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে জানায় সে দুদিন অসুস্থ ছিল। এই উত্তরে সন্তুষ্ট হননি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীর ওপর ক্ষিপ্ত হয়ে শাস্তি হিসেবে ৪০ বার কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। অন্যথায় তাকে ৪০টি বেত্রাঘাত করা হবে বলে জানান। প্রধান শিক্ষকের নির্দেশে বাধ্য হয়ে ৪০ বার কান ধরে ওঠবস করে সে। বাড়ি ফেরার পর সন্ধ্যায় কোমরে তীব্র ব্যথা শুরু হয় তার। পরিবারের লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘শিক্ষার্থীদেরকে ক্লাসে শারীরিক ও মানসিক নির্যাতন করা সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক আইরিন আমার ছেলেকে যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমি ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে প্রধান শিক্ষক আইরিন নাজনীন বলেন, ‘ওই শিক্ষার্থীকে কান ধরে ওঠবস করানোর বিষয়টি আদৌ সত্য নয়। তবে সে ক্লাসের পড়া শিখে না আসায় আমি তাকে শাসিয়েছি মাত্র।’
অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে