Ajker Patrika

মদনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৫: ৪১
মদনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নেত্রকোনার মদনে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ করার অভিযোগে সেলিম মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার অভিযুক্ত সেলিমকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সেলিম মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়ৈউড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ঝড় হয়। ঝড়ে বাড়ির সামনের ভেঙে যাওয়া গাছ থেকে কাঁচা কলা আনতে যায় ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। এ সময় সেলিম মিয়া কিশোরীকে একা পেয়ে তাঁর নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার বিকেলে স্থানীয় লোকজন অভিযুক্ত সেলিমকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সেলিম মিয়াকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার সেলিমকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলার আসামি সেলিম মিয়াকে আজ বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত