Ajker Patrika

তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

ময়মনসিংহ প্রতিনিধি
তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা
তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

টানা কয়েক দিনের তীব্র দাবদাহের পর ময়মনসিংহে বৃষ্টির দেখা মিলেছে। এতে উত্তাপ কমে জনমনে ফিরেছে স্বস্তি। আজ রোববার বেলা ৩টার পর নগরীর বিভিন্ন এলাকা ও ত্রিশাল উপজেলায় শিলাবৃষ্টি হয়।

নগরের চরপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, বেলা ৩টার দিকে আচমকা আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে ঝোড়ো বাতাস শুরু হয়। এরপরই শুরু হয় বৃষ্টি। এ সময় নগরীর মানুষ বৃষ্টির ছোঁয়া পেতে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। বিশেষ করে কিশোর–কিশোরীরা বৃষ্টিতে ভিজে মাঠে খেলায় মেতে ওঠে।

গাঙ্গিনারপাড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম স্বপন বলেন, কয়েক দিনের তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তীব্র গরমে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। বৃষ্টি হওয়ায় মানুষ বেশ শান্তি পেয়েছে।

তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা
তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

আনিসুল হক নামের এক কিশোর জানায়, ‘তীব্র গরমের কারণে বাইরে তো বের হওয়া যাচ্ছিলই না, ঘরেও থাকা কষ্টদায়ক হয়ে উঠেছিল। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে এসে বৃষ্টিতে ভিজেছি। বন্ধুদের নিয়ে খেলায় মেতে উঠেছি। বেশ ভালো আনন্দ হয়েছে।’

নগরীর রিকশাচালক আব্দুল মজিদ বলেন, ‘টানা কয়েক দিনের গরমে রিকশা চালানো একেবারে কঠিন হয়ে পড়েছিল। এখন স্বস্তির বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছি। খুব ভালো লাগছে। যাত্রীরাও আনন্দ পাচ্ছে।’

ত্রিশালের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি এলাকায় দুপুরের পর থেকে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ধানের কিছুটা ক্ষতি হলেও বেশ আরাম পাচ্ছি। আবহাওয়া অনুকূলে না থাকলে চলাফেরা করাটা খুবই সমস্যা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত