নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে সালিসে মারামারির ঘটনায় মো. রাজ্জাক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে।
নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের আলম মিয়া বছরখানেক আগে পাশের খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে গতকাল সোমবার রাতে স্থানীয় মধুপুর গ্রামে দুই পক্ষে সালিস হয়। কিন্তু সালিসে বিষয়টির সমাধান হয়নি।
আরও জানা গেছে, সালিস শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় পক্ষ সাইফুল ইসলামের সঙ্গে রাজ্জাক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রাজ্জাক মিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে মো. রাজ্জাকের মৃত্যুর পর থেকে সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মোবাইল ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. উসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘বউয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সালিসে আমিও উপস্থিত ছিলাম। মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে বসার কথা বলে চলে আসি। পরে শুনেছি, মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে রয়েছে ৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে সালিসে মারামারির ঘটনায় মো. রাজ্জাক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে।
নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের আলম মিয়া বছরখানেক আগে পাশের খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে গতকাল সোমবার রাতে স্থানীয় মধুপুর গ্রামে দুই পক্ষে সালিস হয়। কিন্তু সালিসে বিষয়টির সমাধান হয়নি।
আরও জানা গেছে, সালিস শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় পক্ষ সাইফুল ইসলামের সঙ্গে রাজ্জাক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রাজ্জাক মিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে মো. রাজ্জাকের মৃত্যুর পর থেকে সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মোবাইল ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. উসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘বউয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সালিসে আমিও উপস্থিত ছিলাম। মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে বসার কথা বলে চলে আসি। পরে শুনেছি, মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে রয়েছে ৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
২২ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
২৬ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৩৮ মিনিট আগে