হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।
এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।
উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’
গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’
হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।
এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।
উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’
গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’
হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন।
২৭ মিনিট আগে
রাজধানীর বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থেকে চার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকালের মধ্যে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চারটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
১ ঘণ্টা আগে