নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
পুলিশরে যা কমু তাই করব। বাংলাদেশে সব এসপি আমার। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নাম শহীদ উল্লাহ তালুকদার মুকুল গত ৬ নভেম্বর সোহাগপুর গ্রামে এক নির্বাচনী সভায় প্রকাশ্যে এমন বক্তব্য দেন। তাঁর এই বক্তব্যে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
আগামী রোববার নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
স্থানীয়রা জানায়, কাকরকান্দি ইউনিয়নের দুই মেয়াদের সরকারি দলের চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার একসময় চলচ্চিত্রের খল অভিনেতাও ছিলেন। হুমকি ধামকির এসব অভিযোগ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউছার (মোটরসাইকেল) নৌকা প্রতীকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে।
নৌকা প্রতীকের প্রার্থী শহীদ উল্লাহ তালুকদারকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বলতে শোনা যায়, এইবার সুযোগ আমারও আইছে। আমিও দেহামু। বাংলাদেশে একটা এসপি থাকলে আর লাগে না, সব এসপি আমার।
তিনি বলেন, এই ওসির আমার কথায় চলতে হবে। যা করা লাগে পুলিশ করব।
শহীদ উল্লাহ তালুকদার আরও বলেন, এসপি আমার বাড়িতে আইছিল, আমার মায়ের পায়ে ধইরা সালাম করছে। আমার ছোট বইন এসপি। এই এসপি বোনের ব্যাচমেটে। তাঁর সঙ্গে ফোনে কথা হইছে। তিনি বলেছেন, বড় ভাই যা করার আমার পুলিশই করবে। শহীদ উল্লাহ বেশ জোর দিয়েই বলেন, যা কমু, পুলিশ তাই করব। পিটনার উশুল তুইল্যা দিমু এইবার।
উল্লেখ্য, ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াছমিন ওই প্রার্থীর সহোদর ছোট বোন।
এ ব্যাপারে শহীদ উল্লাহ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী আগে বলেছে, সে পুলিশ প্রশাসনকে কিনে ফেলেছে। সে বক্তব্যের জবাবে আমি এমনটা বলেছিলাম। পরে অবশ্য এসপির কাছে আবেদন করে সরি বলেছি। তবে হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, ইতিমধ্যে ওই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এসব কথায় কোনো কাজ হবে না। নির্বাচন হবে নিরপেক্ষতার সঙ্গে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়ক সানিয়াজ্জামান বলেছেন, বিষয়টি দেখা হচ্ছে। আর এসব বক্তব্য নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এসব বক্তব্য ও পরিচয় নির্বাচনে কোনো কাজে আসবে না। নির্বাচন হবে আইনের ভিত্তিতে। ব্যক্তিগত পরিচয় নির্বাচনে প্রভাব ফেলবে না।
পুলিশরে যা কমু তাই করব। বাংলাদেশে সব এসপি আমার। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নাম শহীদ উল্লাহ তালুকদার মুকুল গত ৬ নভেম্বর সোহাগপুর গ্রামে এক নির্বাচনী সভায় প্রকাশ্যে এমন বক্তব্য দেন। তাঁর এই বক্তব্যে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
আগামী রোববার নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
স্থানীয়রা জানায়, কাকরকান্দি ইউনিয়নের দুই মেয়াদের সরকারি দলের চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার একসময় চলচ্চিত্রের খল অভিনেতাও ছিলেন। হুমকি ধামকির এসব অভিযোগ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউছার (মোটরসাইকেল) নৌকা প্রতীকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে।
নৌকা প্রতীকের প্রার্থী শহীদ উল্লাহ তালুকদারকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বলতে শোনা যায়, এইবার সুযোগ আমারও আইছে। আমিও দেহামু। বাংলাদেশে একটা এসপি থাকলে আর লাগে না, সব এসপি আমার।
তিনি বলেন, এই ওসির আমার কথায় চলতে হবে। যা করা লাগে পুলিশ করব।
শহীদ উল্লাহ তালুকদার আরও বলেন, এসপি আমার বাড়িতে আইছিল, আমার মায়ের পায়ে ধইরা সালাম করছে। আমার ছোট বইন এসপি। এই এসপি বোনের ব্যাচমেটে। তাঁর সঙ্গে ফোনে কথা হইছে। তিনি বলেছেন, বড় ভাই যা করার আমার পুলিশই করবে। শহীদ উল্লাহ বেশ জোর দিয়েই বলেন, যা কমু, পুলিশ তাই করব। পিটনার উশুল তুইল্যা দিমু এইবার।
উল্লেখ্য, ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াছমিন ওই প্রার্থীর সহোদর ছোট বোন।
এ ব্যাপারে শহীদ উল্লাহ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী আগে বলেছে, সে পুলিশ প্রশাসনকে কিনে ফেলেছে। সে বক্তব্যের জবাবে আমি এমনটা বলেছিলাম। পরে অবশ্য এসপির কাছে আবেদন করে সরি বলেছি। তবে হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, ইতিমধ্যে ওই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এসব কথায় কোনো কাজ হবে না। নির্বাচন হবে নিরপেক্ষতার সঙ্গে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়ক সানিয়াজ্জামান বলেছেন, বিষয়টি দেখা হচ্ছে। আর এসব বক্তব্য নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এসব বক্তব্য ও পরিচয় নির্বাচনে কোনো কাজে আসবে না। নির্বাচন হবে আইনের ভিত্তিতে। ব্যক্তিগত পরিচয় নির্বাচনে প্রভাব ফেলবে না।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে