Ajker Patrika

সিসি ক্যামেরা নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে : মসিক মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৩: ০৮
সিসি ক্যামেরা নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে : মসিক মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, সময়ের প্রয়োজনে সিসি ক্যামেরা নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। ডিজিটাল যুগে জেলা, উপজেলায় সংঘটিত বড় ধরনের অপরাধগুলো সিসি ক্যামেরার ধারণকৃত ফটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করা যায়। তাই অপরাধ দমনে সিসি ক্যামেরা প্রতিটি এলাকায় বসানো অপরিহার্য।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ট্রাঙ্কপট্টি ও জহির উদ্দিন রোডে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে রোড ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ট্রাঙ্কপট্টি ও জহির উদ্দিন রোডের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আকরাম খান পাঠানসহ ব্যবসায়ী সমিতির অন্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্বোধন শেষে ট্রাঙ্কপট্টি ও জহির উদ্দিন রোডে সিসি ক্যামেরা স্থাপনের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত