Ajker Patrika

ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০: ৩০
ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক মো. আতিকুল ইসলামের (৪২) নাক ফেটে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ট্রেনচালক মো. আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে। 

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথর ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগে। এতে তাঁর নাক ফেটে যায়। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে ময়মনসিংহ থেকে অপর একজন চালক এনে বিজয় এক্সপ্রেস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। এতে প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত