Ajker Patrika

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, আহত দুই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ৪২
ইসলামপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, আহত দুই

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম খন্দকার (২২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম খন্দকার পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের শহিদ খন্দকারের ছেলে। 

আহতরা হলেন খরমা মধ্যপাড়া গ্রামের ফুলু মিয়ার ছেলে শাকিল (১৪) ও আনিছ মিয়ার ছেলে মেহেদী (১৫)। 

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ বলেন, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় গাইছিপাড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান নাঈম খন্দকার। ওই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ঘটনাস্থল রেলওয়ের আওতায় হওয়ায় বিষয়টি জামালপুর রেলওয়ে পুলিশ খতিয়ে দেখবে। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলজার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত