Ajker Patrika

সরকারি নির্দেশ অমান্য করায় দুর্গাপুরে সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২১, ১৩: ৫৬
সরকারি নির্দেশ অমান্য করায় দুর্গাপুরে সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে সরকারি নিষেধ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা।

জানা যায়, করোনার সংক্রমণ রোধে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু ওই সাত ব্যবসায়ী অনেক রাত পর্যন্ত তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতেন। এরই ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ঠিক সময়ে প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন প্রমুখ।

উল্লেখ্য, দুর্গাপুরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ২০ জুন উপজেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলায় ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান, ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এই বিধিনিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত