Ajker Patrika

২৭ জানুয়ারি ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১০: ৪৪
২৭ জানুয়ারি ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন 

আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গতকাল শনিবার সন্ধ্যার পর জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু এ তথ্য নিশ্চিত করেছেন। 

নজরুল ইসলাম চুন্নু বলেন, ২০২২ সালের জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে ভোটার ৯৪৭ জন।

দুটি প্যানেলের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠিত হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয় আইনজীবী পরিষদ, জাতীয় আইনজীবী ফেডারেশনের সমন্বয়ে। এই প্যানেলে মনোনীত সভাপতি প্রার্থী (বর্তমান সভাপতি) অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। 

বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদঅন্য প্যানেলটি হচ্ছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ। এই প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এস আই এম মঞ্জুরুল হক বাচ্চু। 

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত