নেত্রকোনা প্রতিনিধি
বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পায়।
এদিকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম।
গতকাল সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত জেলার কোথায়ও বৃষ্টিপাত হয়নি। এতে জেলার সব কটি নদ-নদীর পানি কমেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। আজ সারা দিন রোদ থাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিও কমতে দেখা গেছে।
এ ছাড়া জেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই, গণেশ্বরী, সোমেশ্বরী, কংস, ধনুসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার কোথায়ও বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এর মধ্যে উব্দাখালী নদীর পানি আজ (মঙ্গলবার) সকাল ৬টা ও ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সন্ধ্যা ৬টায় ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাউব।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান আজকের পত্রিকা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না থাকলে পানি কমবে।’
বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পায়।
এদিকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম।
গতকাল সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত জেলার কোথায়ও বৃষ্টিপাত হয়নি। এতে জেলার সব কটি নদ-নদীর পানি কমেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। আজ সারা দিন রোদ থাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিও কমতে দেখা গেছে।
এ ছাড়া জেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই, গণেশ্বরী, সোমেশ্বরী, কংস, ধনুসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার কোথায়ও বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এর মধ্যে উব্দাখালী নদীর পানি আজ (মঙ্গলবার) সকাল ৬টা ও ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সন্ধ্যা ৬টায় ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাউব।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান আজকের পত্রিকা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না থাকলে পানি কমবে।’
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
৩০ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে