Ajker Patrika

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে ঘরের খুঁটিতে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. জয়নাল মিয়া (৬৫)। তিনি উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। দুই মাসের বেশি সময় ধরে ওই গরুর খামারে কর্মরত ছিলেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া ছাড়া আরও দুজন কর্মচারী খামারটিতে কাজ করেন। গতকাল রাত ১০টার দিকে হেলাল নামের এক পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতেরটা বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে গেলে ঘরের পালার সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে মৃত দেখতে পান। পরে তিনি খামারের মালিকসহ অন্যদের জানান।

খামারমালিক মাহবুবুল হক জানান, ১১টি গরুর মধ্যে সাতটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল রাত ১০টার পর থেকে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত