Ajker Patrika

ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে ৫০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মো. উজ্জল ওরফে নুরনবী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. উজ্জল ওরফে নুরনবী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মো. উজ্জল ওরফে নুরনবী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আজ নুরনবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত