Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে, ঘোষণা শিগগিরই: শিক্ষামন্ত্রী

শেরপুর প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে, ঘোষণা শিগগিরই: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে এবং শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। আজ রোববার সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে ও পরীক্ষা তুলে দিলে কোনো সমস্যা হবে না। পরীক্ষা সম্পূর্ণ উঠে যাবে না। অনেক পরীক্ষাই থাকবে। আবার অনেকগুলো ধারাবাহিক মূল্যায়নে চলে যাবে। এর মধ্য দিয়ে শিক্ষার বিষয়টি আকর্ষণীয় ও আনন্দময় করে তুলতে চাই। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে পড়াশোনা করবে ও শিখবে। সব উন্নত দেশেই এ পদ্ধতি চালু রয়েছে। 

ডা. দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন পুরোদমে চলছে। আশা করি এখন থেকে এভাবেই খোলা রেখে চলতে পারবে। গত দুই বছরে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি আমাদের আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে না। তবে এ জন্য সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

দুপুরে শহরের চকবাজার এলাকায় শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীএ সময় সার্কিট হাউসে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী শহরের চকবাজারের শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত