Ajker Patrika

ঝিনাইগাতীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন

শেরপুর প্রতিনিধি
ঝিনাইগাতীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন

শেরপুরের ঝিনাইগাতীতে একটি চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে পুড়ে গেছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বায়েজিদ সোমবার দুপুর ২টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে যাত্রী বোঝাই করে ঝিনাইগাতী উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা বাজারের কাছাকাছি পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। 

এ সময় চালকসহ সিএনজিতে থাকা যাত্রীরা ছোটাছুটি করে নেমে পড়েন। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয় সিএনজিচালিত অটোরিকশাটি। 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিএনজিটির ইঞ্জিন ছাড়া পুরোটাই ভস্মীভূত হয়েছে। তবে এতে চালক বা কোনো যাত্রী আহত হননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত