ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে পদ থেকে অপসারণ চেষ্টার অভিযোগ উঠেছে। অপসারণ চেষ্টার প্রতিবাদে আজ রোববার মেয়রের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
মেয়রের অনুসারীদের উদ্যোগে আজ ইসলামপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখ।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় মেয়র আব্দুল কাদের সেখের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় পৌর কাউন্সিলরা নানা রকম ফন্দি-ফিকির আঁটছেন। উদ্দেশ্য হাসিল করতে ইতিমধ্যে মেয়র পদ থেকে অপসারণের দাবিতে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তাঁরা উঠে-পড়ে লেগেছেন।
জানা গেছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর। এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ।
পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়নপ্রত্যাশী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীন উদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তুলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।’
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে পদ থেকে অপসারণ চেষ্টার অভিযোগ উঠেছে। অপসারণ চেষ্টার প্রতিবাদে আজ রোববার মেয়রের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
মেয়রের অনুসারীদের উদ্যোগে আজ ইসলামপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখ।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় মেয়র আব্দুল কাদের সেখের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় পৌর কাউন্সিলরা নানা রকম ফন্দি-ফিকির আঁটছেন। উদ্দেশ্য হাসিল করতে ইতিমধ্যে মেয়র পদ থেকে অপসারণের দাবিতে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তাঁরা উঠে-পড়ে লেগেছেন।
জানা গেছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর। এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ।
পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়নপ্রত্যাশী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীন উদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তুলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে