প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মাহমুদপুর, কুলিয়া, ঘোষেরপাড়া, আদ্রা ও ঝাউগড়া ইউনিয়নের ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে শঙ্কায় আছেন উপজেলার কৃষকেরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বন্যার পানি বৃদ্ধির ফলে শুধু মেলান্দহ উপজেলার ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান ডুবে গেছে। উপজেলায় আমন চাষ হয়েছে ১৫ হাজার ৯০০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ১৬ হাজার ৮০০ হেক্টর জমি।
সরেজমিনে মাহমুদপুর ইউনিয়নের পূর্ব মাহমুদপুর এলাকায় দেখা যায়, আমন ধানের খেতগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের উঁচু জমিগুলোও তলিয়ে যাবে।
মাহমুদপুর এলাকার কৃষক জালাল মিয়া বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ধানখেত তলিয়ে গেছে। প্রতিদিনই অল্প অল্প করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ এলাকার প্রায় সবাই ধান লাগিয়েছিল। সবগুলো জমি পানিতে তলিয়ে গেছে। এখন উঁচু ধানখেতগুলো ডুবে যাচ্ছে।’
একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘ধানখেত সম্পূর্ণ তলিয়ে গেছে আমার। সামান্য একটু বীজতলা ছিল, তা-ও তলিয়ে গেছে, চিন্তায় আছি কী করব। বন্যা চলে গেলে আবার নতুন করে ধান লাগাতে পারব কি না জানি না। এখনো প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে।’
ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক আবদুল্লাহ বলেন, ‘এ ইউনিয়নে প্রায় তিন দিন আগেই সবার আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। এখন বীর এলাকায় পানি ঢুকে পড়েছে। বীর এলাকায় আমন ধান আগে লাগানো শুরু হয়। আর দু-এক দিন পানি বৃদ্ধি পেলে এ এলাকার কাঁচা সড়কগুলো তলিয়ে যাবে।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, এ ইউনিয়নে সকল ফসলের জমি তলিয়ে গিয়েছে। উপজেলার সবচেয়ে নিচু জায়গা এ ইউনিয়ন। হালকা পানি হলেও তলিয়ে যায়। আর দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি পেলে রাস্তাঘাট ডুবে যাবে। দুর্ভোগে পড়বে হাজারো মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলায় ১৫ হাজার ৯০০ হেক্টর আমন ধান লাগানো হয়েছে। ৮২০ হেক্টর আমন জমি তলিয়ে গেছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হবে। তবে বন্যার পানি নেমে গেলে রোপা আমন ধান ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে। প্রতিদিনের ক্ষয়ক্ষতি প্রতিবেদন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে উপজেলার বন্যার্তদের সহযোগিতার জন্য প্রথমবার প্রতিবেদন পাঠিয়েছি। আজ আবার প্রতিবেদন তৈরি করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে উপজেলায় বন্যার্তদের জন্য ত্রাণ আসবে।’
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মাহমুদপুর, কুলিয়া, ঘোষেরপাড়া, আদ্রা ও ঝাউগড়া ইউনিয়নের ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে শঙ্কায় আছেন উপজেলার কৃষকেরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বন্যার পানি বৃদ্ধির ফলে শুধু মেলান্দহ উপজেলার ৮২০ হেক্টর জমির রোপা আমন ধান ডুবে গেছে। উপজেলায় আমন চাষ হয়েছে ১৫ হাজার ৯০০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ১৬ হাজার ৮০০ হেক্টর জমি।
সরেজমিনে মাহমুদপুর ইউনিয়নের পূর্ব মাহমুদপুর এলাকায় দেখা যায়, আমন ধানের খেতগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের উঁচু জমিগুলোও তলিয়ে যাবে।
মাহমুদপুর এলাকার কৃষক জালাল মিয়া বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ধানখেত তলিয়ে গেছে। প্রতিদিনই অল্প অল্প করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ এলাকার প্রায় সবাই ধান লাগিয়েছিল। সবগুলো জমি পানিতে তলিয়ে গেছে। এখন উঁচু ধানখেতগুলো ডুবে যাচ্ছে।’
একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘ধানখেত সম্পূর্ণ তলিয়ে গেছে আমার। সামান্য একটু বীজতলা ছিল, তা-ও তলিয়ে গেছে, চিন্তায় আছি কী করব। বন্যা চলে গেলে আবার নতুন করে ধান লাগাতে পারব কি না জানি না। এখনো প্রতিদিন পানি বৃদ্ধি পাচ্ছে।’
ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক আবদুল্লাহ বলেন, ‘এ ইউনিয়নে প্রায় তিন দিন আগেই সবার আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। এখন বীর এলাকায় পানি ঢুকে পড়েছে। বীর এলাকায় আমন ধান আগে লাগানো শুরু হয়। আর দু-এক দিন পানি বৃদ্ধি পেলে এ এলাকার কাঁচা সড়কগুলো তলিয়ে যাবে।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, এ ইউনিয়নে সকল ফসলের জমি তলিয়ে গিয়েছে। উপজেলার সবচেয়ে নিচু জায়গা এ ইউনিয়ন। হালকা পানি হলেও তলিয়ে যায়। আর দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি পেলে রাস্তাঘাট ডুবে যাবে। দুর্ভোগে পড়বে হাজারো মানুষ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলায় ১৫ হাজার ৯০০ হেক্টর আমন ধান লাগানো হয়েছে। ৮২০ হেক্টর আমন জমি তলিয়ে গেছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হবে। তবে বন্যার পানি নেমে গেলে রোপা আমন ধান ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে। প্রতিদিনের ক্ষয়ক্ষতি প্রতিবেদন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে উপজেলার বন্যার্তদের সহযোগিতার জন্য প্রথমবার প্রতিবেদন পাঠিয়েছি। আজ আবার প্রতিবেদন তৈরি করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে উপজেলায় বন্যার্তদের জন্য ত্রাণ আসবে।’
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
২৮ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
৩০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
৩৩ মিনিট আগে