জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি (সাময়িক বরখাস্ত) ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।
আসামিরা হলেন–প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, ওয়াহিদুজ্জামান, ফজলু ও কফিল উদ্দিন।
বাদীর আইনজীবী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন শুনানি শেষ হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিনজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরে আহত অবস্থা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে ১৭ জুন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২০ / ২৫ জনকে অজ্ঞত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি (সাময়িক বরখাস্ত) ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।
আসামিরা হলেন–প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, ওয়াহিদুজ্জামান, ফজলু ও কফিল উদ্দিন।
বাদীর আইনজীবী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন শুনানি শেষ হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিনজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরে আহত অবস্থা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে ১৭ জুন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২০ / ২৫ জনকে অজ্ঞত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের...
৪ মিনিট আগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি (জেনারেল, সায়েন্স, টেকনোলজি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
৮ মিনিট আগেচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
১১ মিনিট আগেমৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আটক ৫৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বড়লেখা উপজেলা থেকে ৪৪ জন এবং কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক ১৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
২০ মিনিট আগে