Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড: ইউপি চেয়ারম্যান বাবুসহ ৯ জনের জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড: ইউপি চেয়ারম্যান বাবুসহ ৯ জনের জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি (সাময়িক বরখাস্ত) ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন। 

আসামিরা হলেন–প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, ওয়াহিদুজ্জামান, ফজলু ও কফিল উদ্দিন। 

বাদীর আইনজীবী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন শুনানি শেষ হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিনজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’ 

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরে আহত অবস্থা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পরে ১৭ জুন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২০ / ২৫ জনকে অজ্ঞত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত