গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।
মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।
মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
৪ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২৭ মিনিট আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৩১ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে