ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ্য বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাফরুল আমিন জাহিদ (৩৩), যুবলীগের কর্মী মো. শহীদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মো. সানি (২২)।
আহতরা জানান, ‘আমরা ক্যাম্প বসে ছিলাম। হঠাৎ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকেরা এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এ সময় তারা আমাদের ওপর ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ করে।’
দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ রব্বানী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, স্বতন্ত্র প্রার্থী শামীমের সমর্থকেরা আমাদের ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা অস্ত্র উঁচিয়ে নৌকার সমর্থকদের গুলি করার হুমকি দেয়।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক মোহিত উর রহমান শান্ত নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘ট্রাক প্রতীকের সমর্থক রাপেল নোমান, মাউথ মানিক, কট্টা মানিক, মোহাম্মদ, মিলন, পিন্টুসহ ২০ / ২৫ জন দুষ্কৃতকারী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সেই সঙ্গে নৌকার নেতা কর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই।’
অভিযোগের বিষয়ে জানতে একই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’
ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মধ্য বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাফরুল আমিন জাহিদ (৩৩), যুবলীগের কর্মী মো. শহীদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মো. সানি (২২)।
আহতরা জানান, ‘আমরা ক্যাম্প বসে ছিলাম। হঠাৎ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থকেরা এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করে। এ সময় তারা আমাদের ওপর ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগ করে।’
দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ রব্বানী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, স্বতন্ত্র প্রার্থী শামীমের সমর্থকেরা আমাদের ক্যাম্পে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা অস্ত্র উঁচিয়ে নৌকার সমর্থকদের গুলি করার হুমকি দেয়।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক মোহিত উর রহমান শান্ত নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘ট্রাক প্রতীকের সমর্থক রাপেল নোমান, মাউথ মানিক, কট্টা মানিক, মোহাম্মদ, মিলন, পিন্টুসহ ২০ / ২৫ জন দুষ্কৃতকারী এই হামলার ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সেই সঙ্গে নৌকার নেতা কর্মীদের সংযত থাকার জন্য অনুরোধ জানাই।’
অভিযোগের বিষয়ে জানতে একই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৪ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৪ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৬ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৭ ঘণ্টা আগে