নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিলঘুষি দেন শাহজাহান। তাতে ঘটনাস্থলেই হাসিম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান শাহজাহান।
এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহানকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা শামীম হোসেন। তাঁর অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক (৩৫)। মঙ্গলবার ফজরের নামাজ পড়ানোর সময় ইমাম অনুপস্থিত ছিলেন। এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে চাচাতো ভাই শাহজাহান মিয়া তাতে আপত্তি তোলেন। আজিজুল ও শাহজাহানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন শাহজাহান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আজিজুল ও শাহজাহানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুলের বাবা হাসিম উদ্দিন উভয়কে থামতে বললে শাহজাহান তাঁর ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিম উদ্দিনকে বেধড়ক কিলঘুষি মারেন শাহজাহান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে গেলে তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিলঘুষি দেন শাহজাহান। তাতে ঘটনাস্থলেই হাসিম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান শাহজাহান।
এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহানকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা শামীম হোসেন। তাঁর অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক (৩৫)। মঙ্গলবার ফজরের নামাজ পড়ানোর সময় ইমাম অনুপস্থিত ছিলেন। এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে চাচাতো ভাই শাহজাহান মিয়া তাতে আপত্তি তোলেন। আজিজুল ও শাহজাহানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন শাহজাহান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আজিজুল ও শাহজাহানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আজিজুলের বাবা হাসিম উদ্দিন উভয়কে থামতে বললে শাহজাহান তাঁর ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিম উদ্দিনকে বেধড়ক কিলঘুষি মারেন শাহজাহান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে গেলে তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে