Ajker Patrika

নেত্রকোনায় ৪ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩৭
নেত্রকোনায় ৪ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোনায় দায়ের করা চার মামলায় বিএনপির নেতা আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা ১১টায় নেত্রকোনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইনের আদালতে আসামিকে হাজির করা হয়। এ সময় বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, ‘দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়ে আজ আদালতে আসামি আবু সাঈদ চাঁদকে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

গত ২২ ও ২৩ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনা জজ আদালতে পৃথক চারটি মামলা দায়ের করা হয়। মামলার বাদীরা হলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগের নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু ও রেজাউল হাফিজ রেসিম। আদালত অভিযোগগুলো আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণ করার নির্দেশ দেন। 
 
মামলায় বলা হয়, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। এতে বাদীগণ সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহের অপরাধ আইনে মামলা রুজু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত