Ajker Patrika

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধে হামলায় বাবা-ছেলে নিহত, আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪৪
ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধে হামলায় বাবা-ছেলে নিহত, আহত ৩

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় জমিসংক্রান্ত বিরোধে বাবা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

নিহতরা হলেন আবুল খায়ের (৫০) এবং তাঁর ছেলে ফরহাদ হোসেন (২৫)। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আজ বুধবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ে আবুল খায়ের তাঁর বিক্রি করা জমিতে মাপামাপির কাজ শুরু করেন। এতে বাধা দেন তারই বড় চাচার ছেলে কামাল হোসেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কামাল হোসেন ও তাঁর লোকজন আবুল খায়েরে পরিবারের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই আবুল খায়ের (৫০) এবং তাঁর ছেলে ফরহাদ হোসেন (২৫) নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। 

আবুল খায়েরের স্ত্রী সুজলা বেগম বলেন, ‘দুপুরে জমি মাপতে গেলে কামাল, শাহাবুল হামলা চালায়। এতে আমার স্বামী ও সন্তান ঘটনাস্থলেই মারা যায়। আরও তিনজন আহত হয়েছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছে। আমার সব শেষ করে দিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দাবি করছি।’ 

নিহত আবুল খায়েরের ভাগ্নে জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে কামাল জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে রেখেছে। আজকে পরিকল্পনা অনুযায়ী বাবা ছেলেকে হত্যা করেছে।’ 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধেই দুজনকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত