Ajker Patrika

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ-মসজিদে ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ২৭
নামাজ আদায় শেষে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: আজকের পত্রিকা
নামাজ আদায় শেষে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। সকাল ৯টায় এখানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

নামাজ আদায় এসে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ উপস্থিত ছিলেন।

ঈদের জামাতে অর্ধলক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইনস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত