নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলায় কৃষক মামুন মিয়া (৪৮) হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায় আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
নিহত মামুন মিয়া উপজেলার দরুনবালী গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যান। কিন্তু ওই দিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে একটি গ্রামের হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে। আটক হুমায়ুন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সাতজনও নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সাত মাস পর ২০২০ সালে জুনে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন খান জানান, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।
নেত্রকোনা সদর উপজেলায় কৃষক মামুন মিয়া (৪৮) হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায় আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
নিহত মামুন মিয়া উপজেলার দরুনবালী গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যান। কিন্তু ওই দিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে একটি গ্রামের হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে। আটক হুমায়ুন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সাতজনও নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সাত মাস পর ২০২০ সালে জুনে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন খান জানান, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১৫ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
২৮ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে