ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
৮ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৩৫ মিনিট আগে