Ajker Patrika

শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে ঠোঁট কেটে গেল ছাত্রীর

জামালপুর প্রতিনিধি
শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে ঠোঁট কেটে গেল ছাত্রীর

শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে জামালপুরের পৌর এলাকার এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার রশিদপুর এলাকার ইজ্জাতুন নেছা উচ্চবিদ্যালয়ের এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার মীম। সে পৌরসভার বগাবাইদ গ্রামের ফেরদৌসের মেয়ে।

মীমকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ ঘটনায় তার ঠোঁট কেটে গেছে। 

শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, সকাল ১০টা থেকে ক্লাসে পাঠদান শুরু হয়। দশম শ্রেণির তৃতীয় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় তলার ওই শ্রেণিকক্ষের একটি ফ্যান ভেঙে সুমাইয়ার ওপর পড়ে। এতে ওই শিক্ষার্থীর ঠোঁট কেটে যায়। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গত বছরও সেই বিদ্যালয়ে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে সূত্রটি। 

এদিকে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গিয়ে ছবি তুলতে ও ভিডিও ধারন করতে গেলে বাধা দেন বিদ্যালয়ের শিক্ষকেরা। 

আহত ছাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান বলেন, ‘বক্তব্য কি দেব বলেন, ফ্যান পড়ে গেছে এই আর কি।’ 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীর ঠোঁট কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন বলেন, ‘বিষয়টি অবগত ছিলাম না। তবে খবর নিচ্ছি। আর জেলার সাত উপজেলায় সব স্কুলের শিক্ষকদের সচেতন হওয়ার জন্য পত্র পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত