Ajker Patrika

ময়মনসিংহে রওশন এরশাদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২০
ময়মনসিংহে রওশন এরশাদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও সাবেক ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীর নামে মামলা হয়েছে। আজ বুধবার ময়মনসিংহের–১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন খালেদুজ্জামান পারভেজ নামে এক ব্যক্তি। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দশম সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তাঁর বিপরীতে ওই আসনে মহাজোটের প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ।’

এ ঘটনায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদাপোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়। এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান এই আইনজীবী।

বাদী খালেদুজ্জামান পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচারের আশায় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত